নির্বাচনকেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত শেষ করা জরুরি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে গোলটেবিল বৈঠক করেছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।



শনিবার (১৫ মার্চ) দুপুর ১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসঙ্ঘের ঢাকা অফিসের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সংস্কারের বিষয়টি জাতিসঙ্ঘ মহাসচিবকে জানানো হয়েছে। আমরা তাকে জানিয়েছি যে, সংস্কার অবশ্যই প্রয়োজন এবং এটি আমাদের আগের থেকেই বলা অবস্থান।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনকেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত শেষ করা জরুরি। নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে অন্যান্য সংস্কারের বিষয়গুলো বাস্তবায়ন করা হবে।’

জাতিসঙ্ঘ মহাসচিব এ বিষয়ে কোনো মন্তব্য করেছেন কিনা—এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।’

আপনারা জাতিসঙ্ঘ মহাসচিবকে নির্বাচন সংক্রান্ত কোনো সময়সীমা (টাইম ফ্রেম) দিয়েছেন কিনা—এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘এখানে টাইম ফ্রেমের কথা বলার প্রয়োজন নেই, কারণ নির্বাচন আমাদের অভ্যন্তরীণ বিষয়। সে কারণে জাতিসঙ্ঘকে টাইম ফ্রেম দেওয়ার কোনো প্রশ্নই আসে না।’

Post a Comment

0 Comments